জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছিল ছেলেটা। পথেই জীবন এমন পরীক্ষা নেবে কে জানত? পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগেই সব শেষ! মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসকে পিষে দিল এক দাঁতাল হাতি।
জলপাইগুড়ির মহারাজঘাটের বাসিন্দা অর্জুন। ছেলেকে বাইকে চাওপিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে বেরিয়েছিলেন বাবা বিষ্ণু দাস। বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র। পথে বাবা-ছেলে বাইক সমেত মুখোমুখি হয় এক দাঁতাল হাতির। বাবা পালিয়ে প্রাণে বাঁচলেও ছেলে পালাতে পারেনি। মুহূর্তের মধ্যে দাঁতালটি পিষে দেয় তাকে।
Gautam Adani: হিন্ডেনবার্গের রিপোর্টের জের, বিশ্বের ধনকুবের তালিকায় প্রথম ২৫-এর মধ্যে নাম নেই আদানির
বৈকুণ্ঠপুর জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময়ই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি অর্জুনকে। ছেলের ম্রিত্যুর- খবর শোনার পর থেকে একাধিক বার সংজ্ঞা হারিয়েছেন বাবা।