ফের হাতির হানা বাঁকুড়ায়। শুক্রবার কংসাবতী নদী পেরিয়ে সারেঙ্গায় ঢুকে হাতির দল। দুটি বাচ্চা সহ দলে রয়েছে মোট পাঁচটি হাতি। বন দফতর সূত্রে খবর, রায়পুর এলাকা থেকে ভোরে সারেঙ্গা রেঞ্জ এলাকায় প্রবেশ করে ওই হাতির দল। খবর পেতেই হাতি দেখতে ভিড় করে গ্রামবাসীরা। বনদপ্তরের কর্মী এবং ধুলা পার্টির সদস্যদের নিয়ে এলাকায় যায় সারেঙ্গা থানার পুলিশ। হাতির হামলায় জখম হন হুলা পার্টির এক সদস্য। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, গ্রামে ঢুকে একাধিক বাড়িতে হামলা চালায় ওই বুনো হাতির দল। ছাতালী, রঘুডাঙা, বাঁদরশোল এলাকাজুড়ে হাতির তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব উঠে যায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। হাতির হামলা থেকে বাঁচতে প্রশাসনের তরফে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হয়। তবে এখনও পর্যন্ত জঙ্গলে ফেরানো যায়নি ওই দলটিকে। মূলত খাবারের খোঁজে হাতির দলটি সারেঙ্গায় হানা দেয় বলে মত বন দফতরের আধিকারিকদের।