অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করার কথা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল একথা জানান।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হতেই বিভিন্ন জেলায় অশান্তির খবর শোনা যাচ্ছে। এরপর শনিবার সকালে রাজভবনে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে যেতে দেখা যায়। বৈঠক শেষে রাজ্যপাল জানান, যে কোনও মূল্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করাতে হবে।
বুধবার রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসেন রাজীব সিনহা। এরপর বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন গ্রহণের কাজ। যদিও কোনও সর্বদল বৈঠক না করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কমিশনকে। তবে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন।