রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ বিএসএফ-এর । এবার পুনর্নির্বাচনের সুপারিশ জানাতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স । বিএসএফ সূত্রে খবর, রাজ্যের প্রায় সাড়ে পাঁচ হাজার বুথে পুনর্নির্বাচনের সুপারিশ জানাবেন তাঁরা ।
পুনর্নির্বাচন কি হবে ? জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে । সেগুলির স্ক্রুটিনি হবে রবিবার । আর স্ক্রুটিনির পরই ঠিক করা হবে যে রাজ্যে আদৌ পুনর্নির্বাচন হবে কি না ।
উল্লেখ্য, ভোটের দিনই রাজ্যের বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন রাজীব সিনহা । রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়েছিলেন,সরকারি ভাবে ভোট শেষ হলে তবেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । সেক্ষেত্রে স্ক্রুটিনির পরই পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন ।