মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি হচ্ছে। সেকারণে এবার রিপোর্ট তলব করল রাজ্য় নির্বাচন কমিশন। জেলাশাসকদের অতি দ্রুত ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আর তখন থেকেই শুরু অশান্তি। কোথাও তৃণমূল বনাম বিজেপি আবার কোথাও বামেদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে শাসক দল। এমনকী পুলিশের সঙ্গেও হাতাহাতির ছবি প্রকাশ্যে আসে। ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। সেকারণে অশান্তি নিয়ে রিপোর্ট তলব কমিশনের।
শুক্রবার মনোনয়ন জমা দিতে গেলে কোতুলপুরের বিজেপি বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। অন্যদিকে শনিবার মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল ও বাম কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে প্রচুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।