গত মাসে বাংলা থেকে হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে। প্রথম দফা ভোটের আগে এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। শুধু বোমা নয়, বিস্ফোরকও উদ্ধার করেছে রাজ্য পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুশো কোটির বেশি টাকার সম্পত্তি।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০০৪টি বোমা উদ্ধার হয়েছে। ৪১.৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ৩৭৮টি অস্ত্র ও ৫৪৩টি কার্তুজও উদ্ধার করেছে পুলিশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে বাংলায় মোট ২৩৬ কোটি ৬৩ লক্ষ টাকার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে শুধু নগদ টাকার পরিমাণই ১৩ কোটি ৮২ লক্ষ টাকা। বাংলার একাধিক জেলা থেকে মোট ২২ লক্ষ ১৫ হাজার ২৭ লিটার মদ।