৮০০ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশ মানতে তৎপর হয়ে উঠেছে কমিশন আর সেকারণে ইতিমধ্যে চিঠি দিয়ে অতিরিক্ত বাহিনী চেয়ে পাঠানো হয়েছে।
বুধবার একটি মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছিল, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হয়েছিল এবার তার থেকেও বেশি বাহিনী নিয়োগ করতে হবে। এবং ২৪ ঘণ্টার মধ্যেই সেই নির্দেশ কার্যকর করার নির্দেশও দেওয়া হয়। সেইমতো বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনের তরফে অতিরিক্ত বাহিনী চেয়ে চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকে।