দাদাকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। গাইঘাটা থানার অন্তর্গত জামদানি এলাকার জামদানি-মধুসূদনকাটি রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম মিজানুর রহমান। তাঁর বয়স ৪৬ বছর। অভিযুক্ত ভাইয়ের নাম মুসিয়ার রহমান। তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও খুনের ঘটনার কথা অস্বীকার করেন তিনি।
মুসিয়ার রহমানের দাবি, মছসন্দপুরের তিন আমতলা এলাকার এক ব্যক্তি খুনের ঘটনার সঙ্গে জড়িত। সেসময় তিনি তাঁর দাদাকে বাঁচাতে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামদানি-মধুসূদনকাটি রাস্তার পাশ থেকে দেহটি পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দেন। সেখান থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এদিকে গোবরডাঙা এলাকায় এক ব্যক্তি নাম্বারপ্লেট ঢাকা অবস্থায় অন্যত্র যাচ্ছিলেন এক ব্যক্তি। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় পুলিশ খুনের ঘটনা জানতে পারে। আটক করা ওই ব্যক্তিই ছিলেন মুসিয়ার রহমান।
যদিও কী কারণে খুন তা জানা যায়নি। আর্থিক বিষয় না কি অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।