রথযাত্রার দিন রাজ্যে বাজ পড়ে (Thunder Strike) আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।
এদিন দিঘায় (Digha) বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মারা যান দুই পর্যটক। তাঁদের নাম শুগম পাল (২৪) ও শুভজিৎ পাল (২৫)। দু’জনেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা ছিলেন। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
Bengal COVID update:শুক্রবারও রাজ্যে দেড় হাজারের গণ্ডি পার করল করোনার সংক্রমণ
পুরুলিয়ায় (Purulia) আজ দুপুরে বাজ পড়ে এক কিশোরী ও তিন মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ মহিলা। তাঁদের নাম, মৌসুমী মহাদানি (১৪) মঙ্গলী মুর্মু (৬২) , ইরা কুমার (৩৫),ও জ্যোৎস্না গরাই (৬০)। আহত মহিলারা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।
শালবনীর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহারকলাবেড়িয়া গ্রামে দশ বছরের বালক খাঁদু হাঁসদা গরু চরাতে মাঠে গিয়েছিল। স্থানীয় প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। মাঠে গরু চরানোর সময়ই সে বাজ পড়ে মারা যায়। শালবনীরই কলসীভাঙা গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে গৃহবধূ আমেনা বিবির (৪০)।