পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের। কটকের রুদ্র হাসপাতালে ভর্তি কারখানা মালিক ভানুর জবানবন্দি অধরাই থেকে গিয়েছে পুলিশের। এর ফলে, অনেকের আশঙ্কা এগরা বিস্ফোরণের ঘটনার তদন্ত ধাক্কা খেতে পারে। শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় ভানু বাগের। যদিও জেলা পুলিশের দাবি, ভানুর মৃত্যু বিস্ফোরণের তদন্তে অন্তরায় হবে না। মূল অভিযুক্তের বয়ান না থাকলেও, জেলা পুলিশের দাবি, এই তদন্ত এগোনোর জন্য তাঁদের কাছে সব রসদ মজুত রয়েছে।
ওড়িশার হাসপাতালে মৃত্যু হয়েছে এগারা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগের। শুক্রবার ভোরে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। গত মঙ্গলবারের বিক্ষোরণে ভানুর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেই হাসপাতাল থেকে দাবি করা হয়েছিল। পোড়া অবস্থাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছিল পুলিশ।