এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল । শুক্রবারই কটকের হাসপাতালে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের । এবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়েছে । মৃতের নাম রবীন্দ্র মাইতি । জানা গিয়েছে, তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল । উল্লেখ্য, এগরা বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়েছিল । এরপর ভানু বাগ-সহ মোট দু'জনের মৃত্যু হয়েছে । অর্থাৎ এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ ।
জানা গিয়েছে, গত তিন দিন ধরে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এগরার রবীন্দ্র মাইতি । তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল । শেষপর্যন্ত শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় । এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর । এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিঙ্কি মাইতি নামে আরও একজন । তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে খবর ।