এগরা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। কটকের রুদ্র নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিস্ফোরণের জেরে ভানুর শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। আহত অবস্থাতেই হাসপাতালে ভর্তি ছিল ভানু ও তার ছেলে ও ভাইপো। ওড়িশা থেকে সবাইকে গ্রেফতার করেছে সিআইডি। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে ভানুকে রাজ্যে আনবে সিআইডি।
এগরার খাদিকূলে বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিল ভানু বাগ। তাঁর খোঁজে তল্লাশি চালায় পূর্ব মেদিনীপুর থানার পুলিশ ও সিআইডি। ওড়িশা ও সংলগ্ন এলাকায় হাসপাতাল থেকে শুরু করে ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র, সব জায়গায় তল্লাশি চালানো হয়। ভানুর ছবি দেখিয়েও খোঁজ চালায় পুলিশ। তাঁর হদিশ পেতে পুলিশকে হিমশিম খেতে হয়।
গত মঙ্গলবার এগরার বিস্ফোরণে প্রাণ হারান ৮ জন। বুধবার রাতে খাদিকুল গ্রামে ৬ জনের দেহ আসে। এখনও বিস্ফোরণে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুজন। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ হন ভানু। ফোনও বন্ধ করে দেন। বাজিগর ভানুকে খুঁজতে ওড়িশা ও বাংলার সীমান্তে জোরদার তল্লাশি করে পুলিশ ও সিআইডি।