চাকরিহারাদের এপ্রিল মাসের পুরো বেতন দেবে রাজ্য সরকার। সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছে। যদিও সরকারিভাবে এবিষয়ে কোনও চূড়ান্ত সিন্ধান্তের কথা এখনও জানানো হয়নি।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী। যার তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যেহেতু মামলাটি বিচারাধীন সেকারণে চাকরিহারাদের বেতন বন্ধ করা হবে না। শ্রম আইন মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।
চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে SSC এবং রাজ্য সরকার। ফলে বিষয়টি এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন।
শিক্ষা দফতর সূত্রে খবর, চাকরি বাতিল হওয়া সকলেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন। কারণ শ্রম আইন অনুযায়ী, তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।