সন্দেশখালি-র ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার অতি সাবধানী ইডি । সুজিত বসু সহ আরও দুই তৃণমূল নেতার বাড়িতে ইডির অভিযানে মোতায়েন করা হল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী । একইসঙ্গে আত্মরক্ষার জন্য বাহিনীর বেশিরভাগ সদস্যে হাতে ছিল লাঠি, মাথায় হেলমেট ও আত্মরক্ষার জন্য ঢাল । অভিযান চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দেখা গেল স্থানীয় পুলিশদেরও ।
গত শুক্রবার সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের । লাঠি, ইট-পাটকেল নিয়ে ইডি আধিকারিকদের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতার অনুগামীরা। দুই আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে । আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরাও । কোনও মতে সেখান থেকে পালিয়ে বাঁচেন তাঁরা । তাই, এদিন যাতে সন্দেশখালি ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করতেই সব প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছে ইডি ।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে সাত সকালে পৌঁছে গিয়েছে ইডি মন্ত্রীর লেকটাউনের দু’টি বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার আরও দুই জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।