কয়লায় জোড়া কাঁটা। অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করার দিনেই একই ইস্যুতে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১৯ জুন দিল্লির সদর দফতরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর মলয় ঘটকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। তাঁকে ডাকার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, সময় দিয়ে ডাকতে হবে মলয় ঘটককে। সেইমতো এবার প্রায় ১৫ দিনের সময় দিয়ে মলয় ঘটককে হাজির হতে বলে হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। বৃহস্পতিবারই রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সোমবার কলকাতা থেকে দুবাই যাওয়ার সময় আটকে দেওয়া হয়।তারপরেই ইডির নির্দেশ।