কয়লাপাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির। সূত্রের খবর, আগামী ২৯ মার্চ দিল্লি তলব করা হয়েছে তাঁকে। যদিও আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি কোনও চিঠি পাননি।
কয়লাপাচার কাণ্ডে আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি করেছে সিবিআই। এবার মলয় ঘটকের আপ্ত সহায়ককেও ওই একই দিনে দিল্লি ডাকা হয়েছে। ইডি সূত্রে খবর, আসানসোল পুর নিগমের বেশ কয়েকজন কাউন্সিলরকে ইডি ডাকতে পারে বলে খবর।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মলয় ঘটককে তলব করে ইডি। তার আগে জুলাই মাসেও তাঁকে তলব করা হয়। এর আগে আসানসোলের দুটি বাড়ি, ও কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও তল্লাশি করে ইডি।