নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ধৃত অয়ন শীলের স্ত্রী ও পুত্রকে তলব করল ইডি । শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের । সেইসঙ্গে অয়ন ঘনিষ্ঠ আরও দুই ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে । ২১ এপ্রিল অয়নের স্ত্রী ও পুত্রের সঙ্গে হাজিরা দেবেন তাঁরই সংস্থার দুই কর্মীকে । উল্লেখ্য, বৃহস্পতিবারই ইডি জেরার মুখোমুখি হন অয়নের বান্ধবী শ্বেতা ।
জানা গিয়েছে, অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে তাঁর স্ত্রীর নামের অ্যাকাউন্ট থেকেও আর্থিক লেনদেন হয়েছে । এমনই তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা । অন্যদিকে, হুগলিতে পেট্রোল পাম্প রয়েছে ছেলে ও ছেলের বান্ধবীর নামে । সেইসব বিষয়ে শুক্রবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।