মুকুল রায়কে তলব ইডির। ইডি সূত্রে খবর, অ্যালকেমিস্ট মামলায় তাঁকে তলব করা হয়েছে। প্রায় ১৯০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ওঠে এই মামলায়। শুক্রবার দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে নির্দিষ্ট কোনও তারিখ জানা যায়নি।
ইডির তলবের পরই মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়। কিছুই মনে রাখতে পারছেন না। তাঁর পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। ইডি আধিকারিকরা যদি বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে চান, তা হলে সবরকম ভাবে সহযোগিতা করা হবে।
এর আগেই এই দুর্নীতি মামলায় অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিংকে গ্রেফতার করে ইডি। সেই মামলার তদন্তেই তলব করা হল মুকুল রায়কে।