কয়লা কাণ্ডে (Coal scam) সোমবার ইডির ( ED) সামনে হাজিরা দিতে হবে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তার একদিন আগেই দিল্লি পৌঁছে যাচ্ছেন তিনি। দিল্লিতে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার জন্য সোম এবং মঙ্গলবার ডেকে পাঠিয়েছে ইডি। এর আগেও টানা ৮ ঘণ্টা ইডি-র জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।
কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে দিল্লিতে তলব করেছিল ইডি। পাল্টা অভিষেকে পক্ষ থেকে দিল্লি হাই কোর্টে আবেদন করা হয়েছিল, যাতে তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু গত ১১ মার্চ অভিষেকের সেই আবেদন খারিজ করে দেয় দিল্লির আদালত। সস্ত্রীক অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানোর বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: CRPF: অমিত শাহের কাশ্মীর সফরের দিনেই গ্রেনেড হামলা, আহত ৩ জওয়ান
তবে অভিষেকের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি ঠিক সময়েই নিয়ম মেনে হাজিরা দেবেন। রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাও তাই করবেন।