লিপস অ্যান্ড বাউন্ডস-এর (Leaps and Bounds ) সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির তথ্য হাইকোর্টে (Calcutta High Court) জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) । শুধু অভিষেক নয়, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতোই ওই সংস্থার সব আধিকারিকের সম্পত্তির তথ্য বৃহস্পতিবার হলফনামা আকারে জমা দিয়েছে ইডি । উল্লেখ্য, দিন সাতেক আগে বিচারপতি সিনহা অভিষেক-সহ সংস্থার সব আধিকারিকের সম্পত্তির খতিয়ান জমা দেওয়া নির্দেশ দিয়েছিলেন ইডিকে । নির্ধারিত তারিখেই হাইকোর্টে জমা পড়ল খতিয়ান ।
লিপস অ্যান্ড বাউন্ডস-এর অফিসে তল্লাশি চালানোর সময় ১৬টি ফাইল ডাউনলোডের ঘটনায় পুলিশের অতিসক্রিয়তা নিয়ে এদিন প্রশ্ন ওঠে আদালতে । শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ইডি অফিসারদের নামে জিডি করা হচ্ছে । বারবার তাঁদের নানারকম প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে । ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সিনহা ।
বিচারপতি পুলিশের উদ্দেশ বলেন, 'জিডি কেন করছেন ? বিচারাধীন বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারেন না আপনারা।' যদিও, সরকারি আইনজীবীর দাবি, ইডি-কে কোনওভাবে হয়রানি করা হচ্ছে না, কোনও পদক্ষেপও করা হচ্ছে না । শুধু একটা স্ক্যামের তদন্ত করা হচ্ছে না । এরপরই বিচারপতি সিনহা পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন । তাঁর কথায়, রাজ্যের সব কেসে এভাবেই যেন সুপার অ্যাক্টিভ হয়ে কাজ করেন পুলিশ, এটাই আশা করবেন তিনি ।