শুধু বাকিবুর নয়, রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে জড়িত ছিলেন আরও কয়েকজন। প্রাথমিক তদন্তে এমনই জানতে পেরেছেন ED-আধিকারিকরা। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে।
ED সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃত জ্যোতিপ্রিয়র সঙ্গে পুরো দুর্নীতিতে কয়েকজন মিল মালিক জড়িত ছিলেন। এছাড়াও এমন কয়েকজন সঙ্গী ছিলেন যাঁরা অন্য ব্যবসার সঙ্গেও যুক্ত। তদন্তকারীদের আতসকাচের তলায় এখন মন্ত্রীর সঙ্গীরা। খাদ্যদ্রব্য কম দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
কী ভাবে রেশন দুর্নীতি হয়েছে তার একটা ধারণাও তদন্তকারীরা পেয়েছেন বলে খবর। অভিযোগ উঠেছে, সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা পেলেও উপভোক্তাদের প্রতি কেজিতে কম আটা দিতেন মিল মালিকরা। কখনও কখনও প্রতিকেজি আটায় ৪০০ গ্রাম করে কম আটা দেওয়া হত বলেও অভিযোগ।