SSC দুর্নীতি মামলায় এবার জেলায় জেলায় হানা দিচ্ছে ইডি (ED)। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির ৬টি গাড়ি বেরোতে দেখা যায়। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা, বীরভূম সহ একাধিক জায়গায় হানা দিতে পারে ইডি (ED Raids)।
বুধবার সকালে শান্তিনিকেতনে (Santiniketan) পৌছে যায় ইডির আধিকারিকরা। মঙ্গলবার সকালেও শান্তিনিকেতনে ইডির একটি দল আগেই পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে শান্তিনিকেতনে পার্থ ও অর্পিতার সাতটি বাড়ি আছে। বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাতে পারে ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়োগে মামলায় একাধিক জায়গায় তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলেও দাবি করেছে ইডি। ইডির দাবি, বোলপুরে পার্থ ও অর্পিতার বিরাট সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বুধবার শান্তিনিকেতনে 'অপা'-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি করতে পারে ইডি।
আরও পড়ুন: বুধবার আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে, ফের দু'জনকে হেফাজতে চাইতে পারে ইডি
এদিকে আজই ১০ দিনের ইডি হেফাজত শেষ হতে চলেছে পার্থ ও অর্পিতার। অনেক কিছু বলার ইঙ্গিত দিলেও মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়। ইডির দাবি, তদন্তকে বিপথে চালানোর চেষ্টা করেছেন অর্পিতা মুখোপাধ্যায়ও। তাই তাঁদের ফের হেফাজতে চাওয়ার আবেদন করতে পারে ইডি।