রেশন দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, বঙ্গে মোট ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। যার মধ্যে নাকি ২৭০০ কোটি টাকা পাচার করা হয়েছে দুবাইতে। আর মোটা অংকের এই টাকা পাচার করা হয়েছে বনগাঁর তৃণমূল নেতা শংকর আঢ্যের মাধ্যমেই। এদিন ধৃত তৃণমূল নেতাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় ইডি।
ইডির আইনজীবী আদালতে বলেন, গ্রেফতার হওয়া শঙ্করের একাধিক এজেন্সি রয়েছে। যেগুলির মাধ্যমেই বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করা হয়। ধৃত শঙ্করের সীমান্তবর্তী এলাকাতে মোট ১৯ টি বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে বলে দাবি করেছে ইডি।
আরও পড়ুন - স্বাস্থ্য পরীক্ষার জন্য ESI হাসপাতালে ধৃত শঙ্কর, ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর
আইনজীবী আরও দাবি করেন, অভিযুক্ত শঙ্করের এজেন্সির মাধ্যমে বিগত এক দশক ধরে মোট ২০ হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র রেশনেই দুর্নীতি করা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।