স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। যাঁদের বাড়িতে তল্লাশি চলছে, তাঁদের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।
অন্তত তিনটি ঠিকানায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। নিউটাউনের পাথরঘাটা এলাকার এক পার্শ্বশিক্ষকের বাড়িতে তল্লাশি চলছে। ইডি সূত্রের খবর, ওই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।
রাজারহাট এলাকার এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি আলছে। ওই ব্যক্তি জমি কেনাবেচার সঙ্গে জড়িত। এছাড়া নাগেরবাজারের এক হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চলছে।