দীর্ঘ প্রায় সাড়ে ১৯ ঘন্টা তল্লাশি অভিযানের পর বনগাঁ (ED Raid in Bongaon) রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু সাহা ও কালিদাস সাহার বাড়ি ও মিল থেকে বেরোলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে শনিবার একযোগে রাজ্যের নানাপ্রান্তে হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
শনিবার সকাল ৮ টা থেকে মন্টু সাহা ও কালিদাস সাহার বনগাঁর কুলুপুরের রাইসমিলে, বাড়িতে এবং অফিসে একযোগে তল্লাশি চালায় ই ডি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর রাত ২টো ৫০ মিনিট নাগাদ তাঁদের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা।
আরও পড়ুন - বিশ্বভারতীতে ফলক বিতর্ক! অনুমতি নেওয়া হয়নি, বিদ্যুতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
অন্যদিকে, রাত ২ টো ৫৫ মিনিট নাগাদ মিল থেকেও বেরিয়ে যান আধিকারিকেরা। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। মিল এবং বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, রেশনের গম বাংলাদেশেও পাচার করা হত। ওই কাণ্ডের সঙ্গে রাইস মিলের কী সম্পর্ক, তা খতিয়ে দেখতেই এই ম্যারাথন তল্লাশি।