রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি-র । বৃহস্পতিবার সকালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । বর্তমানে মন্ত্রীর সল্টলেকের বি সি ব্লকের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা ।
শুধু সল্টলেক নয়, নাগের বাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-র বাড়িতেও তল্লাশি অভিযান চলছে । জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার মোট ৮ জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
এদিকে, 'বালুদা'-র বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা, সেইসময় সেখানে ‘বিজয়া করতে’ মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত । পরে হাজির হন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দার । কিন্তু, তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।