বৃহস্পতিবার সকাল সকাল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানা । এদিন সকাল ৬টা নাগাদ ৫টি গাড়িতে করে মন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। সেখানে তাঁদের এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে । ইডি সূত্রে খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে ।
বৃহস্পতিবার শুধু খাদ্য়মন্ত্রীর বাড়িতে নয়, বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় হানা দিয়েছে ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে । এমনকী, কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও গিয়েছেন তাঁরা ।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি । সেইসময় মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ । এছাড়া, আগেও বিভিন্ন পুরসভায় তল্লাশি অভিযান চালিয়ে বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।