শুক্রবার ইডি অভিযান (ED Raid) চালায় শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা তিনি। এদিন সকালে ইডি আধিকারিকরা আগাম নোটিস ছাড়াই তল্লাশি চালায় তাঁর বাড়িতে। এদিন সকালে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ইডি অভিযান চালিয়েছে।
শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও ইডি এদিন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও অভিযান চালায়।
National COVID Update: পাঁচ মাসে দেশে করোনার দৈনিক সংক্রমণ সর্বোচ্চ, গত ২৪ ঘণ্টায় মৃত ৬০
এদিন সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধান নগরের ইডি দফতর থেকে বেরিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার ফ্ল্যাটে পৌঁছয়। আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন তাঁকে। এদিন সকাল থেকে রাজ্যের মোট ১৩টি জায়গায় ইডি হানা দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়ি ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেখলিগঞ্জের বাড়িতেও অভিযান চালায় ইডি। পার্থর বাড়ির বাইরের সামনে ও পিছনে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেখানে নেতাজি নগর থানার পুলিশও পৌঁছেছে। আজ সকাল আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ইডি-র টিম। জানা গেছে, সেই সময়ে পার্থবাবু ঘুমাচ্ছিলেন।
উল্লেখ্য, শিক্ষক দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। এই মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে পার্থ, পরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়কে হাজিরা দিতে হয়েছিল। এই নিয়োগে বিপুল টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। সেই সূত্রেই এই মামলায় তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।