রেশন দুর্নীতির তদন্তে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। ইডি আধিকারিকদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
মঙ্গলবার সকাল থেকে কলকাতার ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি৷ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে যান ইডি আধিকারিকরা। সকাল ৭টা নাগাদ শুরু হয় তল্লাশি। এরপর ইডি আধিকারিকরা পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার মোট ৫টি ঠিকানায় হানা দিয়েছেন।
রেশন মামলায় কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল বলে অভিযোগ। সেই বিপুল পরিমাণ টাকা কোথায় এবং কী ভাবে বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই তল্লাশি বলে ইডি সূত্রের খবর।