কলকাতায় ফের কোটি কোটি টাকার হদিশ। অনলাইন বেটিং সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে ওই টাকা হাওয়ালার মাধ্যমে দুবাই পৌঁছে যেত। মহাদেব নামে একটি অ্য়াপ চালাচ্ছিল প্রতারকরা।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দেশের একাধিক মেট্রো শহর এবং ছোটো ছোটো শহরে ফাঁদ পেতেছিল প্রতারকরা। কম টাকার বিনিময়ে মোটা অঙ্কের টাকা জেতানোর স্বপ্ন দেখানো হত। সেখানে পা দিলেই নিঃস্ব হতেন অ্য়াপ ব্যবহারকারীরা।
বিভিন্ন সূত্র মারফত খবর, ওই সংস্থার দুবাইয়ে একটি অফিস রয়েছে। সেখানে ভুয়ো নামে একটি অ্য়াকাউন্ট খোলা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, ওই অ্য়াকাউন্টেও বিভিন্ন সময় টাকা পৌঁছে যেত।
Read More- প্রাথমিকে দুর্নীতি টুইন টাওয়ারের মতো, আর পুর-নিয়োগে বুর্জ খালিফার মতো অনিয়ম: সিবিআই
শুধু মহাদেব অ্য়াপ নয়, এই ধরনের একাধিক অ্য়াপের ফাঁদে পড়ছেন অনেকেই। সম্প্রতি বর্ধমানেও একই ঘটনা ঘটেছে। মোটা টাকা জেতানোর প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা আত্মস্যাৎ করার অভিযোগ উঠেছে একটি অ্য়াপের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্ধমান শহরের কালনা গেট এলাকার এক যুবককে গ্রেফতার করা হয়েছে।