পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে সাত সকালে ইডির হানা। মন্ত্রীর লেকটাউনের দু’টি বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সুজিতের বাড়ির নীচে এসে পৌঁছেছে পুলিশও।
সকাল ৭টার কিছু আগেই একটি টিম পৌঁছে যায় লেক টাউনে রাজ্যের দমকল মন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়িতে। মন্ত্রীর বাড়িতে বারবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলছিলেন না কেউ। বেশ খানিকক্ষণ পর দরজা খোলা হয়। গত বছরের অগস্ট মাসে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। সিবিআই পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই তলব করেছিল তাঁকে। তবে সেই সময় হাজিরা দেননি সুজিত।
Narendra Modi Fast: রাম মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা', ১১ দিনের উপবাস আরম্ভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার আরও দুই জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।