মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁর ছেলে সমুদ্র বসুকে নিয়ে অন্য একটি ফ্ল্যাটে গেলেন ED আধিকারিকরা। শ্রীভূমি ক্লাবের সামনেই রয়েছে ওই ফ্ল্যাটটি। জানা গিয়েছে সেটি মন্ত্রীর নতুন ফ্ল্যাট। সেখানে সুজিত বসুর একটি অফিস রয়েছে বলে জানা গিয়েছে।
কখন থেকে তল্লাশি শুরু
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকাল থেকেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযানে যান ED আধিকারিকরা। সকাল ৭টা নাগাদ লেক টাউনের দুটি বাড়িতে হান দেন তদন্তকারীরা। মন্ত্রীর বাড়ি পুরোপুরি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Read More- সন্দেশখালি থেকে 'শিক্ষা', ঢাল, লাঠি নিয়ে সুজিতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী, 'সাবধানী' ইডি
সমুদ্র বসুকে নিয়ে কখন বের হয়?
বিকেল ৪টের কিছু পরেই সমুদ্র বসুকে নিয়ে কয়েকজন ED আধিকারিক বেরিয়ে যান। জানা যায়, নতুন ফ্ল্যাটেও বেশ কিছু নথি রয়েছে মন্ত্রীর। সেই সব নথি খতিয়ে দেখতেই নতুন ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়।