১০০ দিনের কাজের 'দুর্নীতি' খুঁজতে চুঁচুড়ায় ভুল বাড়িতে ইডির দল। মঙ্গলবার সকালে আচমকাই চুঁচুড়ার ময়নাডাঙার সন্দীপ সাধুখাঁর বাড়িতে পৌঁছয় ইডি। বাড়ির লোক রীতিমতো ভয় পেয়ে যান।
ইডি কর্তাদের দেখেই গেটে তালা দিয়ে দেন ওই বাড়ির লোকজন। প্রায় ৩০ মিনিট ধরে কথাবার্তা চলার পর জানা যায়, ভুল সন্দীপের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির দল। নাম বিভ্রাটের কারণেই এই ঘটনা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - রাজ্যে ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, চার জেলায় ইডির তল্লাশি
জানা গিয়েছে, ১০০ দিনের কাজে প্রায় ১.৭৯ কোটি টাকার দুর্নীতির মামলায় যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যে বাড়িতে ইডির দল পৌঁছে দুই ব্যক্তির একই নাম। অবশেষে ভুল বুঝতে পেরে ঘটনাস্থল ছাড়ে ইডির দল।