সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি। ইডি সূত্রে খবর রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি ও বিএসএফের সাহায্য চাওয়া হয়েছে। ইডি মনে করছে, শাহজাহান বাংলাদেশ পালিয়ে যেতে পারেন। তাই বিমানবন্দর কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
শুক্রবার তৃণমূল নেতার বাড়ি যায় ইডির ৫ সদস্যের একটি দল। সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়ি যাওয়ার আগেই ইডি আধিকারিকদের ঘিরে ফেলেন স্থানীয়রা। তিন ইডি আধিকারিক ঘটনায় জখম হন। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতেও শোরগোল শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনভিপ্রেত ও লজ্জাজনক বলে আখ্যা দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবারও অধরা শাহজাহান শেখ। এবার তাঁকে ধরতে লুকআউট নোটিস জারি ইডির।