রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। সূত্রের খবর ঘটনার তদন্তে নেমে বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট, হোটেল ইত্যাদি।
ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে, পার্কস্ট্রিট, রাজারহাটের মতো জায়গায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তাঁর। আত্মীয় ও পরিচিতদের নামে ওই বাড়িগুলি কেনা হয়েছে। বিভিন্ন সংস্থাতেও তাঁর শেয়ার রয়েছে বলে খবর। ইতিমধ্যে এমন মোট ৬টি সংস্থার বিষয়ে জানতে পেরেছেন তদন্তকারীরা। যার শেয়ারের মূল্য ৫০ কোটিরও বেশি।
তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, শ্যালক ও স্ত্রীর ব্যাঙ্কের অ্য়াকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করেছেন বাকিবুর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রেশনের সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি করতেন। সরকারি একাধিক দফতরের শিলমোহরও উদ্ধার করেছে পুলিশ।