অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও টাকার হদিস পেল ইডি। পিটিআই সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা অর্পিতার অন্তত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছেন । সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় ২ কোটি টাকা রয়েছে। ওই অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। এদিকে, শনিবার রাতে ইডি ফের বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় এবং বেশ কিছু নথি উদ্ধার করে নিয়ে যায়।
২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ওই দিনই গ্রেফতার করা হয় অর্পিতাকেও। ২২ জুলাই রাতে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপর তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে গত বুধবার রাতে উদ্ধার হয় আরও ২৮ কোটি টাকা। তার সঙ্গে উদ্ধার হয় সোনা ও রুপোর বাট, কয়েন, গয়না এবং বিদেশি মুদ্রা।
Covid update:রাজ্যে করোনা আক্রান্ত হাজারের উপরেই, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের
এবার ফ্ল্যাটে লুকিয়ে রাখা নগদের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ টাকার সন্ধান পেল ইডি। ইডির এক আধিকারিক বলেন, ‘‘অর্পিতার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সব ক’টি অ্যাকাউন্ট মিলিয়ে ২ কোটি টাকা পাওয়া গিয়েছে। আমাদের সন্দেহ, এই অ্যাকাউন্টগুলি থেকে বহু লেনদেন করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।’’ অন্যদিকে, এদিন রাতে বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে তল্লাশিতে কী কী নথিপত্র উদ্ধার হয়েছে তা খোলসা করেনি ইডি।