SSC Recruitment: বিক্ষোভ থামাতে আন্দোলনকারীদের বেআইনি নিয়োগের সুপারিশ করে রাজ্য, দাবি ED-র

Updated : Jun 12, 2024 10:44
|
Editorji News Desk

রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে চলা আন্দোলন থামাতে বিক্ষোভকারীদের কয়েককজনকে বেআইনিভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন৷ আদালতে পেশ করা নথিতে এই দাবি করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তকারী সংস্থার দাবি, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে হওয়া ওই বেআইনি নিয়োগের জন্য সুপারিশ এসেছিল সরাসরি রাজ্যের শিক্ষা দফতর থেকে! 

ইডির দাবি, SSC-র প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন্‌হা এবং ‘মিডলম্যান’ প্রসন্নের বিরুদ্ধে প্রভূত তথ্যপ্রমাণ রয়েছে। এই তদন্তের সূত্রেই শিক্ষা দফতরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছে ইডি৷ সেখান থেকে ইডি জানতে পেরেছে, নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১৮৩ জনের নাম সুপারিশ করা হয়েছিল, যার অধিকাংশই বেআইনি। শান্তিপ্রসাদের মাধ্যমে আরেকজন মিডলম্যান প্রদীপ সিংহ ওরফে ছোটুর মাধ্যমে এই সুপারিশ এসেছিল। সুপারিশের কপি প্রিন্ট করেছিলেন সমরজিৎ।

ইডি-র দাবি, এই ১৮৩ জনের মধ্যে তিনজনের সুপারিশ এসেছিল খোদ শিক্ষা দফতর থেকে। এই তিনজন বেআইনি নিয়োগের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও দাবি করেছে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রেও প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩৯ জনের নাম বেআইনি ভাবে সুপারিশ করা হয়। সেই সুপারিশের কপিও সমরজিৎ প্রিন্ট করান। এই ৩৯ জনের মধ্যে ৯ জন ছিলেন আন্দোলনকারী। তাঁদের জন্য সুপারিশও এসেছিল শিক্ষা দফতর থেকে।

ssc scam

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর