চিটফান্ড মামলায় বিধায়ক মুকুল রায়ের বাড়িতে ইডি। সোমবার সন্ধ্যায় এই খবর জানিয়েছেন, বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়। তাঁর দাবি, এই ব্যাপারে ইডি কর্তাদের সবরকম সাহায্য করা হয়েছে। বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে।
এদিন সকালে বিধায়কের বাড়িতে যান ইডির কর্তারা। শুভ্রাংশু জানিয়েছেন, তাঁরা প্রথম দিন থেকেই এই ব্যাপারে সহযোগিতার কথা জানিয়েছিলেন। বিধায়কের দেওয়া চিঠির ভিত্তিতে এদিন মুকুলের বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সির কর্তারা।
একটি মামলায় গত ১৯ ফেব্রুয়ারি মুকুল রায়কে ডেকে পাঠায় ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে মুকুল রায়কে তলব করা হয়েছিল। তবে প্রথম থেকেই শুভ্রাংশু জানান, তাঁর বাবা অসুস্থ।