সন্দেশখালির পর এবার বনগাঁ। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে ফের কেন্দ্রীয় এজেন্সি ইডিকে হেনস্থার অভিযোগ। শুক্রবার রাতেই ইডি কর্তাদের লক্ষ করে হামলা করা হয়েছে বলে অভিযোগ। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শনিবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, এখনও কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
এদিকে, সন্দেশখালির ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ। ইতিমধ্যেই শুক্রবারের ঘটনায় ন্যাজাট থানায় শাহজাহান শেখ ও তাঁর অনুগামীদেরর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ইডি। ইমেল করে রাজ্য পুলিশের ডিজি ও জেলা পুলিশ সুপারের কাছে বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই পরিস্থিতিতে শনিবার রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্কর আঢ্যকে আদালতে পেশ করা হল। শুক্রবার প্রায় ১৭ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এদিন সকালে শঙ্কর দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না।