মাসের প্রথম দিনেই পূর্ব রেলের (Eastern Railway) সময়সূচিতে বড়সড় বদল। এছাড়াও যাত্রীসুবিধার কথা মাথায় রেখে বেশ একাধিক রুটে বেশ কয়েকটি লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত করা হয়েছে কিছু ট্রেনকে। একইসঙ্গে পরিবর্তন করা হয়েছে চক্ররেলের যাত্রাপথও।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় লাইনের ক্ষমতা বেড়েছে। এর ফলে একাধিক ট্রেনের গতি বাড়ানো হয়েছে। কমেছে ট্রেনের সফরের সময়। এই কারণেই মোট ৭০টি দূরপাল্লার ট্রেনের সময়সুচিতেও বদল আনা হয়েছে। নতুন এই সময়সূচি ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে পূর্ব রেল।
আরও পড়ুন - নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, রবিবারও ভিজবে দক্ষিণবঙ্গ
কোন কোন ট্রেনের সময়সুচিতে বদল?
গতি বাড়ার ফলে তিস্তা-তোর্সা দুপুর ২.৪৫ মিনিটের পরিবর্তে ৩টের সময় শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। যদিও নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছবে। এছাড়াও কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সফরের সময় কমেছে।