রবিবার কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা । পরীক্ষার্থীদের সুবিধার্থে ওইদিন বাড়তি পরিষেবা দেবে রেল । রবিবার সাধারণত কম ট্রেন চলে । পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার পরীক্ষার জন্য অন্যান্য দিনের মতোই শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলবে । তবে হাওড়া ডিভিশনে রবিবারের মতোই কম ট্রেন চলবে । রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হাওড়া ডিভিশনের পরীক্ষার্থীরা।
পূর্ব রেল জানিয়েছে, পুলিশ বিভাগ থেকে শিয়ালদহ ডিভিশনেই অন্য দিনের মতো ট্রেনের পরিষেবা চাওয়া হয়েছিল । তাই আবেদন মঞ্জুর হয়েছে। শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের সুবিধার জন্য সকাল আটটা থেকে চারটে পর্যন্ত ট্রেন চলাচল সাধারণ দিনের মতো থাকবে । তবে হাওড়া ডিভিশনের কোনও দাবি না থাকায় ট্রেন চলাচল বাড়ানো হয়নি।
এদিকে, হাওড়া ডিভিশনের পরীক্ষার্থীদের দাবি, ট্রেন বাড়ানো না হলে তাঁরা সমস্যায় পড়ে যাবেন । কারণ রবিবার ওই ডিভিশনে প্রায় পঁচিশ শতাংশ ট্রেন কম চলে । সেক্ষেত্রে, হাওড়া ডিভিশনেও বাড়তি পরিষেবা দেওয়া হোক, আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা । উল্লেখ্য, কলকাতা পুলিশে কনস্টেবলে শূন্যপদের সংখ্যা ১০ হাজারেরও বেশি।