শীতকাল মানেই বেড়িয়ে পড়া। আর রবিবারের ছুটি মানে তো কথাই নেই। ইতি-উতি ঢু মেরে আসা। কিন্তু এই রবিবার ভুলেও যেন হাজারদুয়ারির দিকে যাবেন না। কারণ, রেল জানিয়েছে, এই রবিবার বেথুয়াডহরি এবং দেবগ্রাম স্টেশনের মাঝে সাবওয়ের কাজ চলবে। তার জেরে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রেল ট্রাফিক ব্লক রাখা হবে।
পূর্ব রেল জানিয়েছে, এই সংস্কারের কাজের জেরে আপ-ডাউন মিলিয়ে মোট তিন জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সফরসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে।
সকাল ১০টার পর কলকাতা যাওয়ার কোনও ট্রেন মিলবে পাওয়া যাবে না। লালগোলা-বহরমপুর থেকে ছাড়া ট্রেন গুলি মুড়াগাছা পর্যন্ত চলবে। আবার শিয়ালদহ, রানাঘাট বা কৃষ্ণনগর থেকে ছাড়া ট্রেনগুলিও মুড়াগাছা পর্যন্ত এসে থামবে। রেলের দাবি, রাত আটটার পর ওই শাখায় ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল।