জলপাইগুড়ির (Jalpaiguri) মজুমদার বাড়ির পুজো (Majumdar Bari Durga Puja) প্রায় ৩০০ বছরের পুরনো । কয়েকশো বছর আগে অমল মুখোপাধ্যায় নামে এক তন্ত্র সাধক স্বপ্নাদেশ পুজো শুরু করেছিলেন । তিনি এই পুজোর দায়িত্ব দিয়ে যান মজুমদার পরিবারকে । সেই থেকেই মজুমদাররাই দুর্গাপুজো (Durga Puja 2022) করে আসছেন ।
মজুমদার বাড়ির দুর্গাপুজোয় প্রতিমার এক বিশেষত্ব আছে । এখানে দেবী দশভূজা নন, চতুর্ভূজা । পঞ্চ মুণ্ডির আসনে মাকে প্রতিষ্ঠা করেছিলেন ওই তন্ত্র সাধক । সেই চিরাচরিত প্রথা মেনে আজও পঞ্চমুণ্ডির আসনে দেবী দুর্গা পূজিতা হন । দেবীকে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় । তবে, এর পিছনে কারণ কী, তা কেউ জানেন না ।
আরও পড়ুন, Durga Puja 2022 : মহালয়াতেই ষষ্ঠী থেকে দশমীর পুজো, একদিনের দুর্গাপুজো কোথায় হয় জানেন ?
এখানকার দুর্গাপুজোর অভিনব এক রীতি রয়েছে । এখানে দেবীকে অষ্টমীর দিন শিকল দিয়ে বেঁধে রাখা হয় । কথিত আছে, কয়েক বছর আগে অষ্টমীর দিন মায়ের কোনও এক ইঙ্গিতে বেজে উঠে দক্ষিণের বাদ্যি। সেই বাদ্যি বেজে উঠতেই শুরু হয় ঢাকের বাদ্যি । সেইসঙ্গে শুরু হত মায়ের নৃত্য । সেই নাচের সময় মা পড়ে যান । এরপর থেকে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় । আজও সেই প্রথা মেনে মায়ের পুজো হয় । বলিপ্রথা আগে হতো, এখন বন্ধ রয়েছে ।