শারদীয়ার সাজে সেজে উঠছে বাংলা । শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে । হাতে বাকি নেই বেশিদিন । এখন তো আবার মহালয়া থেকেই উদ্বোধন হয়ে যায় পুজো মণ্ডপগুলির । অন্যদিকে, কুমারটুলিতেও ব্যস্ততা তুঙ্গে । ইতিমধ্যেই কুমোরটুলি থেকে দুর্গা পরিবারকে নিয়ে কয়েকটি মণ্ডপে পাড়ি দিয়েছে । আবারও কোথাও প্রতিমায় শেষ তুলির টান দিচ্ছেন শিল্পী । দুর্গাপুজোর পাঁচদিনকে কেন্দ্র করে কম পরিকল্পনা থাকে না বাঙালির । কিন্তু, এবারের দুর্গাপুজো মাত্র তিনদিনের । আসলে অষ্টমী ও নবমী যে একই দিনে পড়েছে । ষষ্ঠী থেকে ধরলে মাত্র ৪ দিনেই শেষ পুজো । আর সপ্তমী থেকে ধরলে তিনদিনেই সবথেকে বড় উৎসবের সমাপ্তি ।
পুজোর পাঁচ দিনের মধ্যে 'অষ্টমী' কিন্তু অনেকের কাছেই স্পেশ্যাল । সকালবেলা মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার সুযোগ কেই বা মিস করতে চায় । চিরাচরিত কাল ধরে পুজোর এই দিনটা ট্র্যাডিশনাল পোশাকেই সাজেন সকলে । আবার সদ্য প্রেম এসেছে জীবনে কিংবা সদ্য বিয়ে হয়েছে এমন কাপলদের কাছে অষ্টমী খুবই স্পেশ্যাল । একসঙ্গে অঞ্জলি দেওয়া, আবার অঞ্জলি দেওয়ার ফাঁকেই দুষ্টু-মিষ্টি খুনসুটি, কিংবা আড়চোখে একবার দেখে নেওয়া...একটা আলাদা মুহূর্ত তৈরি করে । আবার অষ্টমীর দিনই অনেকে ভালবাসার মানুষকে খুঁজে পান ।
চলতি বছর দুর্গাপুজোয় কিন্তু অঞ্জলি দিতে গিলে ভোর ভোর উঠেই তৈরি হতে হবে । কারণ এবার অষ্টমী তিথি পড়েছে ভোরবেলায় । এবার সন্ধিপুজোও সাতসকালে । অঞ্জলি দিতে হবে তার আগে । যদিও, নির্ঘণ্ট নিয়ে দ্বিমতও রয়েছে ।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১১ অক্টোবর অষ্টমী ও নবমী । ওইদিন, ভোর ৫টা৪৫ মিনিট থেকে সকাল ৬টার মধ্যে এই পুষ্পাঞ্জলি দেওয়া যাবে । সন্ধিপুজোর আয়োজনও মধ্যরাত থেকে করতে হবে । অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট সময়কে সন্ধি মুহূর্ত বলা হয় । সন্ধিপুজোর পরই ১১ অক্টোবর নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে ।
তবে, বিশুদ্ধ সিদ্ধান্তমতে, ১১ অক্টোবর অষ্টমী । অঞ্জলি দেওয়ার সময়টা হল সকাল সাড়ে নটা থেকে সাড়ে ১১টা। সেখানে উল্লেখ করা হয়েছে, অষ্টমী তিথি একদিনেই পড়েছে ।
উল্লেখ্য, চলতি বছর, দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় । শাস্ত্রমতে, দোলায় মায়ের আগমন মানে মড়ক । অর্থাৎ যার ফল শুভ নয়। দুর্ভোগ ও দুর্যোগের সম্ভাবনা থাকে । দেবীর কৈলাশে গমন হচ্ছে ঘোটকে । যার ফলও শুভ নয় । ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফল হয় । অর্থাৎ শাস্ত্রমতে এবার দেবীর আগমন ও গমন...কোনওটাই শুভ নয় ।