বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় (Durga Puja 2023) বৃষ্টির ভ্রুকুটি। ষষ্ঠীর মধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। যার জেরে নবমী থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Rain) একাধিক জেলায়।
বুধবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণবঙ্গে বাতাস প্রবেশ করছে। ফলে, পুজোর শেষ দিকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টিপাতের সম্ভবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন- নবমীতে হাওয়া বদল? কী বলছে আবহাওয়া দফতর?
নবমী এবং দশমীতে কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে।