নিজের শক্তি বাড়িয়ে ক্রমেই স্থল্ভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় হামুন (Cyclone Hamun)। বর্তমানে ১৮ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। যা নিজের শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
একাদশী অর্থাৎ আগামী ২৫ অক্টোবর সন্ধেবেলায় বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব রাজ্যে পড়বে না। তবে, পরোক্ষ প্রভাবের কারণে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন - শুক্রবার রেড রোড কার্নিভাল, বাড়ানো হল মেট্রোর সংখ্যা, শেষ মেট্রো ছাড়বে কখন?
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা?
দশমীতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ফলে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং কলকাতায়। বইতে পারে দমকা বাতাসও। ইতিমধ্যেই দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।