বনেদি বাড়ির দুর্গাপুজো মানেই তাতে রয়েছে আভিজাত্য ও রাজকীয়তার ছোঁয়া । তবে, শহরে থিমের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বনেদি বাড়ির পুজোর ঐতিহ্য । জৌলুস কমেছে অনেকটাই । কিছু কিছু বনেদি বাড়ির পুজো আবার বারোয়ারি হয়ে উঠেছে । আজ, দক্ষিণ দিনাজপুরের সেরকমই একটি বনেদি বাড়ির পুজোর গল্প শোনাবে এডিটরজি বাংলা ।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কাঁঠালপাড়ার স্বর্গীয় দীননাথ চৌধুরীর বারোয়ারি মন্দিরের দুর্গাপুজো প্রায় ১৫০ বছরের বেশি প্রাচীন । এখন বারোয়ারি হয়ে উঠলেও, আগে বনেদি বাড়ির পুজো হিসেবেই পরিচিত ছিল । পুজো শুরু করেন স্বর্গীয় দীননাথ চৌধুরীর বাড়ির পূর্বপুরুষরা । জমিদার বাড়ির বর্তমান সদস্য বলতে কেউ আর নেই । একজন আছে, তিনিও মানসিক ভারসাম্যহীন । তাই, বন্ধ হতে বসেছিল দুর্গাপুজো । পরে পুজোর হাল ধরতে এগিয়ে আসেন এলাকাবাসী ।
বর্তমান এলাকাবাসীদের উদ্যোগে পুজো হচ্ছে প্রতি বছর । এবার পুজোর থিম পুরুলিয়ার ছৌ নৃত্য। দুর্গা প্রতিমা এবার ছৌ নৃত্যের আদলে তৈরি হয়েছে । মণ্ডপেও থাকছে সেই ছোঁয়া । এই বছর পুজোর বাজেট চার লক্ষ টাকা । বাংলার ঐতিহ্যশালী এই লোকশিল্পকে বালুরঘাটের সাধারণ দর্শনার্থীদের সামনে তুলে ধরাই থিমের উদ্দেশ্য উদ্যোক্তাদের ।