পুজোয় ৭০ জন বিচারাধীন বন্দিকে মুক্তি দিতে চাইছে রাজ্য সরকার (WB Gov)। এই মর্মে রাজভবনকে চিঠি দিল নবান্ন (Nabanna)। ইতিমধ্যে রাজ্যপালকে পাঠানো হয়েছে বন্দি মুক্তির ফাইল। জানা গিয়েছে, এই চিঠি পাওয়ার পর রাজ্যপালও পালটা চিঠি দিয়েছে নবান্নের স্বরাষ্ট্র সচিবকে।
এর আগে স্বাধীনতা দিবসে বিচারাধীন কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য রাজভবনকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু রাজভবনও একাধিক বিষয় জানতে চেয়ে চিঠি দেয় নবান্নকে। কিন্তু কোনও উত্তর দেয়নি নবান্ন। ফলে জটিলতা তৈরি হওয়ার কারণে স্বাধীনতা দিবসে বন্দি মুক্তি সম্ভব হয়নি।
আরও পড়ুন - দুর্গাপুজোর চারদিন আকাশ থাকবে ঝলমলে, কমবে ভ্যাপসা গরমও, জানাল মৌসম ভবন
বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে ৭০ জন বন্দির তালিকা তৈরি হয়েছে। পুজোর আগে এই ৭০ জন বন্দিদের মুক্তি নিয়ে ফের চিঠি দিল নবান্ন।