স্বামীর পেশাকেই ভালবেসে পটচিত্র আঁকা শুরু করেছিলেন কৃষ্ণনগরের (Krishnagar) শিল্পী রেবা পাল (Reba Paul)। বয়স বাড়লেও এখনও পটে এঁকেই দিন গুজরান তিনি। তাঁর হাতের আঁকা কাজেই সেজে ওঠে বাংলার একাধিক মণ্ডপ। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতেই তাঁর ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো।
পুজোর আর দিন কয়েক বাকি। এই সময়ে শেষ মুহূর্তের কাজ সারতে ব্যস্ত পটশিল্পী রেবা দেবী। যদিও এই বছর তেমন কোনও অর্ডার পাননি তিনি। তাঁর তৈরি দেবদেবীর পটচিত্র কলকাতার কুমোরটুলি-সহ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে পাড়ি দিলেও এই বছরে তাঁর অর্ডারে সংখ্যা মাত্র দুটো। কিন্তু হাল ছাড়েননি তিনি। এই বয়সে এসেও নিজের হাতের কাজের মাধ্যমে আলো করছেন রাজ্যের একাধিক মণ্ডপ। তাঁর আক্ষেপ একটাই। এত কষ্ট করে আঁকলেও সেভাবে অর্থ আসে।
আরও পড়ুন - শতবর্ষে 'আবোল তাবোল', এই বছর হাতিবাগান নবীন পল্লীর থিম