মহালয়ার (Mahalaya 2022) পূণ্য লগ্নে নিউ আলিপুর সুরুচি সংঘের (New Alipore Suruchi Sangha) থিম রিলিজ হল । থিম রিলিজ (Suruchi Sangha theme release) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই খেলোয়াড় জনি কাউকো ও পোগবা । প্রতিবারের মতো এবার জমিয়ে ঢাক বাজালেন অরূপ বিশ্বাস (Arup Biswas) । বাদ যাননি জনি কাউকো ও পোগবাও । দুর্গাপুজোর (Durga Puja 2022) আমেজে তাঁরাও বাজালেন ঢাক । ঢাকের তালে জমিয়ে নাচলেন পাড়ার মেয়ে-বউরা । মহালয়ার বিকেলে যেন ধরা পড়ল সপ্তমী বা অষ্টমীর আমেজ ।
সুরুচি সংঘ এবার ৬৯ বছরে পদার্পণ করল । এবার অরূপ বিশ্বাসের পুজোর থিম 'পৃথিবী আবার শান্ত হবে' । থিমে গত দু'বছরের করোনা পরিস্থিতিকেই তুলে ধরা হবে । গত দু, আড়াই বছরে করোনায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে । সেই লণ্ডভণ্ড, এলোমেলো পরিবেশ তৈরি করা হয়েছে মণ্ডপে । মণ্ডপ সজ্জায় টেকনোলজি ব্যবহার করা হয়েছে । দেখানো হয়েছে করোনা অশান্ত পৃথিবী ধীরে ধীরে আবার শান্ত হবে । সবকিছু আবার আগের মতো হবে ।
আরও পড়ুন, Durga Puja 2022 : মহালয়াতেই ষষ্ঠী থেকে দশমীর পুজো, একদিনের দুর্গাপুজো কোথায় হয় জানেন ?
অরূপ বিশ্বাস জানাচ্ছেন, করোনা বহু মানুষ মারা গিয়েছেন, কর্মহীন হয়েছেন । যত বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, তার থেকে বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন । সেই এলোমেলো, লণ্ডভণ্ড অবস্থা থেকে বেরিয়ে এসে পৃথিবী আবার আগের মতো হোক, সেই বার্তাই রয়েছে এবারের থিমে ।